‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর সাতদিন ব্যাপি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার মিডিয়াকর্মীদের সাথে মতবিনিময় করেন সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর।
সভায় মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কর্মসূচি সম্পর্কে আলোচনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকতা সুদীপ ভট্টাচার্য। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি প্রবীণ সাংবাদিক অধ্যাপক জয়নাল আবেদীন, সম্পাদক সন্তোষ কুমার দত্তসহ প্রেসক্লাবের মিডিয়াকর্মীগণ।