টাঙ্গাইলের গোপালপুরে উপজেলার বিভিন্ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণীর মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ট্যাব বিতরণ ট্যাব বিতরণ করেন স্থানীয় এমপি ছোট মনির।
সোমবার (১০ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আসফিয়া সিরাত এর সভাপতিত্বে কে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর ও ভূঞাপুরের সংসদ সদস্য এমপি ছোট মনির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মাসতুরা আমিনা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আলমনগর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, টাঙ্গাইলের জেলা পরিষদের সদস্য এসএম রফিকুল ইসলাম রফিক, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান, আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও ছাত্রছাত্রীবৃন্দ।