গোপালপুরে স্বাধীনতা ২.০ ফুটবল টুর্নামেন্ট-২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত
সৈয়দপুর টাইগার ক্লাবের আয়োজনে স্বাধীনতা ২.০ ফুটবল টুর্নামেন্ট-২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার বিকাল ৪টায়, টাঙ্গাইলের গোপালপুরের সৈয়দপুর ষ্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায়, ইলিভেন ষ্টার ক্লাব ট্রাইবেকারে গোলে ৪-৩ গোলে বিডি স্পোটিং ক্লাবকে পরাজিত করে।
খেলা পরিচালনা করেন মো. রিপন, সহকারী পরিচালক ছিলেন মো. আকাশ, মো. রাকিব । ধারাভাষ্য দেন, মো. বাবলু মাষ্টার।
উত্তেজনাপূর্ণ খেলা শুরুর ২মিনিটের মধ্যে বিডি স্পোটিং ক্লাবকে গোল দেয় ইলিভেন ষ্টার ক্লাব। ২০মিনিটের মধ্যে গোল পরিশোধ করেন বিডি স্পোটিং ক্লাব। নির্ধারিত সময় শেষে খেলা গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে ৪-৩গোলে ইলিভেন ষ্টার ক্লাব বিজয়ী হয়।
খেলা শেষে বিজয়ী দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে সূতি ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শরির চর্চা ও ক্রীড়া শিক্ষক গোলাম রায়হান বাপন, গোপালপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি অটল শরিয়তউল্লাহ, যুবদল নেতা নাসির উদ্দিন নাসিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, মাদক থেকে দূরে রাখতেই ফুটবল টুর্নামেন্টের আয়োজন। এখন থেকে নিয়মিত ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে।