টাঙ্গাইলেরর গোপালপুর হাজী কল্যাণ পরিষদের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার পৌর এলাকাস্থ পরিষদের অস্থায়ী কার্যালয় কাছারীবাড়ি জামে মসজিদে দিনব্যাপী হাজী সম্মেলন ও হাজী কল্যাণ পরিষদের কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।
সভাপতি আলহাজ্ব অধ্যাপক মো. হাবিবুর রহমানের এর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, গোপালপুর থানার অতিরিক্ত পুলিশ মো. মোদাদির চৌধুরী, আলহাজ্ব আব্দুল কাদের গোলজারী, অধ্যাপক কাজী শামসুল আলম, আলহাজ্ব আওয়াল তরফদার, আলহাজ্ব সানোয়ার হোসেন ছানা, আলহাজ্ব শামসুল আলম মাষ্টার, আলহাজ্ব আব্দুল বাছেত আরেফী, আলহাজ্ব অধ্যাপক নূরনবী, আলহাজ অধ্যাপক নাসির উদ্দিন, আলহাজ্ব খন্দকার আবুল হাসেম, আলহাজ্ব শাজাহান আলী খান প্রমুখ। ত্রি-বাষিক সম্মেলনে সকলের সম্মতি ক্রমে ২৯ জন কার্য নির্বাহী ও উপদেষ্টা মন্ডলী ১২ জন গঠন করা হয়। সম্মেলনে উপজেলাধর তিন শতাধিক হাজী অংশ গ্রহন করেন।