সমবায়ে গড়ছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ, সমৃদ্ধ জীবনের জন্য ক্রেডিট ইউনিয়ন প্রতিপাদ্য সামনে রেখে, টাঙ্গাইলের গোপালপুর শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১৫ তম বার্ষিক সাধারণ ২০২৩ এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গোপালপুর শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের আয়োজনে (২৫ নভেম্বর) শনিবার সকালে গোপালপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
গোপালপুর উপজেলা শিক্ষক ও কর্মচারীকে অপারেটর লিঃ এর সভাপতি মোঃ শফিকুল ইসলাম তালুকদার এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, টাঙ্গাইল জেলা ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপক জিল্লুর রহমান, টাঙ্গাইল জেলা মাদ্রাসা জেনারেল এসোসিয়েশনের সভাপতি কে এম শামীম, ক্রেডিট ইউনিয়নের ভিক্টর মাহফুজুর রহমান, ভাইস-চেয়ারম্যান মোঃ আতিকুর রশিদ মিয়া (হিরা), গোপালপুর প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি সভাপতি আব্দুল করিম, প্রাথমিক কল্যাণ সমিতির আহবায়ক সাইদুর রহমান, কলেজ শিক্ষক সমিতির সম্পাদক মোঃ লুৎফর রহমান, গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত,
সঞ্চালনায় গোপালপুর উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপরেটক ক্রেডিট ইউনিয়নের সেক্রেটারি মোঃ আব্দুল মান্নান।