ঢাকা-বঙ্গবন্ধু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে টাঙ্গাইলের রসুলপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় ঘন কুশায়ার প্রভাবে থেমে থেমে যানবাহন চলাচল করছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে মহাসড়ক ব্যবহারকারীদের।
অন্যদিকে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত সেতুর উপর স্থাপিত আবহাওয়া পরিমাপক যন্ত্রে দৃষ্টিসীমা ৪০ মিটারের কম প্রদর্শন করায় দুর্ঘটনা এড়াতে দফায় দফায় সেতু দিয়ে সাময়িক যানবাহন পারাপার বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এতে অতিরিক্ত গাড়ীর চাপে সেতুর দুই প্রান্তেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সকালের দিকে কুয়াশার প্রভাব কিছুটা কমে গেলে ধীরগতিতে যানবাহন চলাচল শুরু হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ কাজী আইয়ুবুর রহমান জানান, আবহাওয়া পরিমাপক যন্ত্রে দৃষ্টিসীমা ৪০ মিটারের কম প্রদর্শন করলেই দুর্ঘটনা এড়াতে যানবাহন চলাচল বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। ফলে মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যানবাহন ধীর গতিতে চলাচল করে। এছাড়া ঘন কুয়াশার সময় মহাসড়কে চলাচলকারী যানবাহনের চালকদের সতর্কতার সাথে গাড়ি চালাতে বলা হচ্ছে। বেলা বাড়লে যানবাহনের গতি স্বাভাবিক হবে বলেও তিনি জানান।
উপদেষ্টা সম্পাদকঃ ডা. মাহমুদুল হাসান, প্রধান সম্পাদকঃ মুসলিম উদ্দিন আহমেদ, সম্পাদকঃ হাবিবুল্লাহ শেফুল
Copyright © 2022 amadertangail24.com All rights reserved.