টাঙ্গাইলের ঘাটাইলে ১১ কোটি ৮৩ লাখ ৫৩ হাজার ৩শত ৮৩ টাকা ব্যায়ে পোড়াবাড়ি- আঙ্গারখোলা-গারোবাজার ২০ কি.মি. রাস্তার পূর্ণনির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন স্থানীয় এমপি ও খাদ্যমন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান।
তিনি শনিবার (২ জানুয়ারী) দুপুরে পোড়াবাড়ি নামক স্থানে এ কাজের উদ্বোধন করেন।
টাঙ্গাইল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন এ প্রকল্পে টাঙ্গাইলের মেসার্স আলীম এন্ড ব্রাদার্স এবং মেসার্স নাবিলা এন্টারপ্রাইজ নামে দুটি ঠিকাদারী প্রতিষ্ঠান এ কাজটি করবেন বলে নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক এমপি আমানুর রহমান খান রানা, টাঙ্গাইল নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) রফিকুল ইসলাম, ইউএনও অঞ্জন কুমার সরকার, ঘাটাইল উপজেলা ইঞ্জিনিয়ার ওয়ালিয়ার রহমান,সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম,উপসহকারী প্রকৌশলী এস.এম.শাহদত হোসাইন,মো.আশরাফ হোসেন প্রমুখ।
উপদেষ্টা সম্পাদকঃ ডা. মাহমুদুল হাসান, প্রধান সম্পাদকঃ মুসলিম উদ্দিন আহমেদ, সম্পাদকঃ হাবিবুল্লাহ শেফুল
Copyright © 2022 amadertangail24.com All rights reserved.