টাঙ্গাইলের ঘাটাইলে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বালিকা শাখার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে
বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১১টায় জি.বি. জি কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৩ আসনের সাবেক এমপি আলহাজ্ব আমানুর রহমান খান রানা।
হাফেজ মাওলানা জুবায়ের মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঘাটাইল জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবায়দুল হক খান, বিশিষ্ট সাংবাদিক গবেষক লেখক জুলফিকার হায়দার, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, দিগলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম মটু, ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোতালিব মিয়া, যুগ্ম আহবায়ক ছাইফুর রহমান মিঞ্জু,পৌর আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক মোঃ খলিলুর রহমান তালুকদার প্রমুখ। আলোচনা শেষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।