চলে গেলেন বাংলা কবিতার জনপ্রিয় কবি শঙ্খ ঘোষ। অবসান হলো জীবনান্দ পরবর্তী বাংলা কবিতার এক অধ্যায়ের। করোনায় আক্রান্ত হয়ে, ৮৯ বছর বয়সে মারা যান তিনি।
রাষ্ট্রীয় মর্যাদায় কলকাতার নিমতলা শ্মশানে হবে কবি শঙ্খ ঘোষের শেষকৃত্ব। তবে কবির ইচ্ছার প্রতি সম্মান জানিয়েই হবে না কোন তোপধ্বনি। এমনটা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
এদিকে, কবি শঙ্খ ঘোষের মৃত্যুতে শোকস্তব্ধ দুই বাংলার সাহিত্যমহল। শোকপ্রকাশ করেছেন শীর্ষস্থানীয় লেখক কবিরা। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা মাধ্যমে কবির মৃত্যুকে অপূরণীয় ক্ষতি বলছেন কবি সাহিত্যিকরা।