বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয় মহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস সাইদুর রহমান সাঈদ সোহরাব বলেছেন, আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই জালেম সরকারের পতনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।
রোববার বিকেলে মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা হাজী মুহাম্মদ মহসীন হল শাখা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ফরহাদ আহমেদ রাজনের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মির্জাপুর পৌর যুবদলের আহবায়ক হামিদুর রহমান লাঠুর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিয়া, যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, সদস্য মো. জাহিদ হাসান, মির্জাপুর পৌর বিএনপি নেতা খন্দকার মোবারক হোসেন, হাজী সোহরাব হোসেন, উপজেলা কৃষক দলের আহবায়ক মো জাহাঙ্গীর আলম মৃধা, সদস্য সচিব উথান খান ও ফরহাদ হোসেন রাজনের বড় ভাই বিএনপি নেতা মো. শাজাহান সিরাজ প্রমুখ।
প্রধান অতিথি সাইদুর রহমান সাঈদ সোহরাব তাঁর বক্তৃতায় আরও বলেন, বর্তমান ফ্যাসিস্ট সরকারের কেঙ্গারু কোর্টে যখন দেশনেত্রী খালেদা জিয়াকে বিচারের জন্য নিয়ে আসতেন। রাজন সম্মুখভাগে থেকে খালেদা জিয়ার মুক্তির মিছিলে নেতৃত্ব দিয়েছেন। সেকারণে তাকে গ্রেপ্তার করে দীর্ঘদিন জেলে রাখা হয়। আজ রাজন আমাদের মাঝে নেই। তার শোককে শক্তিতে রুপান্তরিত করে আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের মাধ্যমে এই জালেম সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে। পরে ইফতারের পূর্বে রাজনের আত্মার মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ূ কামনা করে দোয়া করা হয়।