ছাত্র জমিয়ত বাংলাদেশ ভূঞাপুর থানা শাখার আয়োজনে “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা ” কামনায় আজ ১৯ শে আগষ্ট (রোজ: সোমবার) বিকেল ৪ টায় ভূঞাপুর পাইলট এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাওলানা মাহফুজুর রহমান সাহেব এর সভাপতিত্বে ও হাফেজ আব্দুল লতিফ এর সঞ্চালনায় এবং ক্বারী আবু বকর সিদ্দিকের তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি শরিফুল ইসলাম কাসেমী ও সাংগঠনিক সম্পাদক মুফতি রফিকুল ইসলাম। এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল্লাহ আল মামুন।
প্রধান অতিথি শরিফুল ইসলাম বলেন, ভূঞাপুর উপজেলা থেকে সকল বাতিল দুর করতে সকল ইসলামী অঙ্গ সংগঠনগুলোকে হাতে হাত রেখে কাজ করতে হবে এবং শহীদদের উদ্দেশ্যে বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আবারো আমরা এই স্বাধীন ভূখন্ড পেয়েছি, এই জন্য শহীদদের অনুপ্রেরণা বুকে নিয়ে সামনে আগাতে হবে।
কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতীব মুফতি শহিদুল ইসলাম ভূঞাপুরী সাহেব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতায় দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।
আর-ও উপস্থিত ছিলেন ভূঞাপুর থানা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের এবং বিএনপি, জামাতে ইসলাম ভূঞাপুর থানার এবং শানে সাহাবা খতিব কাউন্সিল টাঙ্গাইল জেলার প্রমূখ নেতৃবৃন্দ।