প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলন করেছেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাকসুদ জামিল মিন্টু ও ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল্লাহ আল মামুন। আজ দুপুরে ভূঞাপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় লিখিত বক্তব্যে মিন্টু বলেন, জমিটি গ্রামের মিনা বাজারের নামে। এখানে বিএনপি’র সাধারন সম্পাদক হিসেবে আমার বা দলের কোন সম্পৃক্ততা নেই। জমি দখলের মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। এসময় সাংবাদিক ও বিএনপি’র নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।