বিশ্ব এখন তাকিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিকে। ডনাল্ড ট্রাম্প না জো বাইডেন- কে হবেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট তা নিয়েই চলছে নানা হিসেব। তবে এর পাশাপাশি দৃষ্টি রাখতে হবে দেশটির সিনেটের সংখ্যাগরিষ্ঠতার লড়াইয়ের দিকেও। এটিও ক্রমাগত নাটকীয় হয়ে উঠছে।প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে সঙ্গে সিনেটের ৩৫টি আসনে এবং প্রতিনিধি পরিষদের ৪৩৫ টি আসনেও নির্বাচন হয়েছে।সর্বশেষ হিসাব অনুযায়ী, সিনেটে ৩৫টি আসনের মধ্যে ১১টিতে বিজয়ী হয়েছেন ডেমোক্রেটরা। রিপাবলিকানরা পেয়েছে ১৭ আসন। এর ফলে ফক্স নিউজের খবর অনুযায়ী, এখন পর্যন্ত সিনেটে ডেমোকেটদের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ৪৬। রিপাবলিকানদের ৪৭। সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে একটি দলকে কমপক্ষে ৫১ আসন পেতে হয়।
সেই বিচারে এখন পর্যন্ত কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায় নি। একই রকম অবস্থা সৃষ্টি হয়েছে প্রতিনিধি পরিষদেও।প্রতিনিধি পরিষদের মোট আসন আছে ৪৩৫টি। এর মধ্যে এ খবর লেখা পর্যন্ত ডেমোকেটরা বিজয়ী হয়েছে ১৮০ আসনে। রিপাবলিকানরা ১৭৩ আসনে। কিন্তু প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে একটি দলকে কমপক্ষে ২১৮টি আসন পেতে হয়।
সূত্রঃ মানবজমিন
এস/এস