নিরাপদ মৎস্য উৎপাদন ও বাজারজাত করনে সবাইকে উৎসাহ দেয়ার প্রত্যয়ে টাঙ্গাইলের গোপালপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার (৩১ জুলাই ) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে, উপজেলা পরিষদ চত্ত্বরে মৎস্য চাষী ও সুফল ভোগীদের নিয়ে র্যালী, উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা এর সভাপতিত্বে শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কে এম গিয়াস উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মারুফ হাসান জামী, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা, এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মো. ইখলাসুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা শরীফ আব্দুল বাছেত, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুল জব্বার, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, সহ আরো উপস্থিত বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।