টাঙ্গাইলের জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য আবুল কাশেম ইন্তেকাল করেছেন।
শুক্রবার জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মো. আবুল কাশেম তাঁর দেলদুয়ারের আলালপুরের নিজ বাড়িতে শারীরিকভাবে অসুস্থ হয়ে পরলে তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে কর্তব্যরত ডাক্তার তাকে বেলা ২টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়ে তথ্য নিশ্চিত করেন তাঁর ভাগিনা ও পিএস মো. ইলিয়াস হোসাইন, তিনি জানান, গতকাল কাশেম সাহেব তাঁর আমেরিকা নাগরিক ছেলেকে এয়ারপোর্ট বিদায় দিয়ে এসেছে। আজ হঠাৎ-ই অসুস্থ হয়ে পড়লে মামি (কাশেম সাহেবের স্ত্রী) আমাকে জানায় পরে দ্রুত তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল হাসপাতালে নিয়ে যাই, কর্তব্যরত ডাক্তার তাকে পরিক্ষা নিরিক্ষার পর বেলা ২টায় মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ২০০৮ সালে মহাজোট মনোনীত সাবেক টাঙ্গাইল-৫ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও জা.পা’র বর্ষিয়ান নেতা আলহাজ্ব মো. আবুল কাশেম। মৃত্যু কালে তিনি তাঁর স্ত্রী, ৪ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন শুভাকাঙ্ক্ষী-গুণোগ্রাহী ও রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেলেন।