একাদশে ফিরলেন ক্রিস গেইল আর জয়ের দেখা পেল কিংস ইলেভেন পাঞ্জাব। টানা পাঁচ ম্যাচ হেরে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া প্রীতি জিনতার দল ক্রিস গেইলের প্রত্যাবর্তনে জয়ে ফিরল।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শারজায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরকে হারাল কিংস ইলেভেন পাঞ্জাব। ১৭২ রান তাড়া করতে নেমে ৮ উইকেট ম্যাচ জিতে নেয় পাঞ্জাব।
ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন ক্যাপ্টেন লোকেশ রাহুল। তাকে যোগ্য সঙ্গ দেন মায়াঙ্ক আগরওয়াল এবং ক্রিস গেইল। গেইল মৌশুমে প্রথম ম্যাচ খেলতে নেমে দুরন্ত হাফ-সেঞ্চুরি করে দলকে জেতানোর পাশাপাশি বুঝিয়ে দিলেন তিনি, ফুরিয়ে যাননি।
তবে ম্যাচের শেষ ওভার ছিল রোমাঞ্চে ভরা।
শেষ ওভারে মাত্র ২ রান করলেই জিতবে, এই অবস্থায় প্রথম দুই বল ডট। তৃতীয় বলে এক রান নেন গেইল। কিন্তু চতুর্থ ডেলিভারি ফের ডট। পঞ্চম বলে গেইল রানআউট।
সুতরাং শেষ বলে জিততে হলে এক রান করতে হবে। তবে তার তোয়াক্কা না করে স্টেপআউট করে চাহালকে মাঠের বাইরে পাঠিয়ে ম্যাচ জিতে নেয় কিংস ইলেভেন।
প্রথম লেগে সাতটি ম্যাচের মধ্যে একটি ম্যাচ জিতলেও দ্বিতীয় লেগের প্রথম ম্যাচেই জয় পেল কিংস ইলেভেন। জয় এল প্রথম পর্বে একমাত্র জয় পাওয়া সেই রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে। ১৭১ রান তাড়া করতে নেমে কিংস ইলেভেনের দুই ওপেনার লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগরওয়াল ৭৮ রান যোগ করে দারুণ শুরু করেন।
মাত্র ২৫ বলে তিনটি ছয় ও চারটি বাউন্ডারিসহ ৪৫ রানের ইনিংস খেলেন আগরওয়াল। তারপর ক্রিজে আসেন গেইল। এবারের আসরের প্রথম ম্যাচ। শুরুতেই একটু দেখে খেলে পরে নিজমূর্তি ধারণ করেন গেইল।
উপদেষ্টা সম্পাদকঃ ডা. মাহমুদুল হাসান, প্রধান সম্পাদকঃ মুসলিম উদ্দিন আহমেদ, সম্পাদকঃ হাবিবুল্লাহ শেফুল
Copyright © 2022 amadertangail24.com All rights reserved.