
শেষ তিন ম্যাচে ড্র করে পয়েন্ট ভাগাভাগির কারণে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ থেকে ৭ পয়েন্ট পিছিয়ে ছিল বার্সেলোনা।
শিরোপার লড়াইয়ে হয়তো ছিটকেই পড়ে গেছে বলে হতাশ হয়েছিলেন সমর্থকরা।
তবে এবার যেন স্বরূপে ফিরলেন কিকে সেতিয়েনের শিষ্যরা। জয়ের দেখা তো পেলই একেবারে এক হালি গোল করে উড়িয়ে দিল ভিয়ারিয়ালকে।
রোববার রাতে মেসি, সুয়ারেজ ও গ্রিজম্যানের ভেলকিতে কুপোকাত হয়েছে ভিয়ারিয়াল।
তিন তারকার দুর্দান্ত খেলায় যেন প্রায় ২০ দিন পর প্রাণ ফিরে পেল বার্সেলোনা। করোনা বিরতির পর মাঠে নেমে লেগানেসকে ২-০ গোলে হারানোর পর চারটি ম্যাচ খেলেছে বার্সেলোনা। এর মধ্যে শুধু জয়ের দেখা মিলেছে অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটিতে।
তবে সেভিয়া এবং পরে সেল্টাভিগো ও অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে মেসিদের।
রোববার রাতের ম্যাচে মাত্র ৩ মিনিটের মাথায় আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ভিয়ারিয়াল। বাম পাশ থেকে আসা জর্দি আলবার গোলরক্ষকের দিকে বাড়ানো বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই প্রবেশ করান ভিয়ারিয়ালের স্প্যানিশ ডিফেন্ডার পাউ তরেস।
অবশ্য ১৩ মিনিটের মাথায় সমতা ফেরান জেরার্ড মরেনো। এর ৭ মিনিট পরেই মেসির পাস থেকে ডি-বক্সের মুখে দাঁড়িয়ে ফের লিড নেন উরুগুয়ের তারকা ফুটবলার সুয়ারেজ।
ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে বার্সার পক্ষে তৃতীয় গোলটি করেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড অ্যান্তনিও গ্রিজম্যান। ৩-১ ব্যবধানে বিরতিতে যায় দুদল।
দ্বিতীয়ার্ধে নেমে অনেকক্ষণ ধরে গোলমুখ খুলতে পারেননি মেসিরা। ভিয়ারিয়ালের স্প্যানিশ গোলরক্ষক আসেনহোর নৈপুণ্যে বারবারই পরাস্ত হচ্ছিলেন তারা। তবে ৮৭ মিনিটের মাথায় জর্দি আলবার পাস থেকে এক হালি পূরণ করেন দলের তরুণ তুর্কি আনসু ফাতি।
এ জয়ের পর ৩৪ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়েও রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলতে পারেনি বার্সেলোনা। সমান ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষে জিনেদিন জিদানের দল। তাই বাকি ৪ ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে দুদলের সমর্থকদের।
সূত্রঃ দৈনিক যুগান্তর