বাটারফ্লাইস কমিউনিটির এডমিন, মেকআপ আর্টিস্ট ইসরাত উর্মি ইসরাত উর্মির উদ্যোগে গত ২৪ ডিসেম্বর টাংগাইলে উদযাপিত হলো জমকালো গার্লস গেট টুগেদার।
লাজিজ কুজিন রেস্টুরেন্টে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আসন অলংকৃত করেন আমাদের টাংগাইল টুয়েন্টিফোর ডটকমের অন্যতম সম্মানিত সদস্য , শেখ হাসিনা মেডিকেল কলেজের গাইনি বিশেষজ্ঞ ডাঃ সাদিয়া সিদ্দিকা ইথার। সংস্কৃতিক অনুষ্ঠান ও সারপ্রাইজ গিফ্টের পর্বগুলো ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।
জানা যায়, প্রতিবছর তারা থিম বেসড প্রোগ্রাম করে। এবার থিম ছিলো ওয়েডিং বেসড প্রোগ্রাম। টাংগাইলের প্রায় একশত জন নারী উদ্যোক্তাসহ এ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন আরো অনেকেই। পুরো প্রোগ্রামের ইভেন্ট ফটোগ্রাফিতে পিকচার স্টোরি এবং জমিদার ইভেন্টের পুরো টিম কাজ করেছে।