টাঙ্গাইলের দেলদুয়ারে দেশব্যাপী বিএনপি জামায়াতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নীসন্ত্রাশ ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় মিছিলটি উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক তথ্য, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এড. তারানা হালিম। এসময় জেলা আওয়ামীলীগের সদস্য আবুল কালাম মইন সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম. শিবলী সাদিক, টাঙ্গাইল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মোর্শেদ, উপজেলার সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন মিলন, বজলুর রশিদ পটলু, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম সেন্টু, প্রচার সম্পাদক রুহুল আমিন খান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান শরিফ, যুবলীগ নেতা জামিলুর রহমান বাবু, ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান রিফাত প্রমূখ উপস্থিত ছিলেন।