নিরালা মোড়ের ইতিকথা
টাঙ্গাইল শহরের প্রানকেন্দ্রে অবস্থিত সবচেয়ে গুরুত্বপূর্ণ, জনবহুল এবং পরিচিত স্থান নিরালা মোড়। ভিক্টোরিয়া রোড, মেইন রোড এবং জেলাসদর রোডের সংযোগস্থলের তেমাথাই নিরালা মোড়।

ঘ্যাগের দালান
মোড় সংলগ্ন পশ্চিম পার্শ্বে ১৯১২ খৃঃ যে ভবনটি নির্মাণ করা হয় তার নাম ছিলো ” কেশব মঞ্জিল “। যা ঘ্যাগের দালান হিসেবে পরিচিত ছিল। দোতলা বিশিষ্ট ভবনের নীচতলার উত্তর পাশের অংশে ছিলো ” পাকিস্তান লাইব্রেরী ” নামে বইয়ের দোকান। দক্ষিণের অংশে ভবনের মালিক ডা. বাহাদুর সেন এর হোমিওপ্যাথিক ঔষধের দোকান। তিনি ঘ্যাগের চিকিৎসা করতেন ফলে ভবনের নাম হয়ে যায় ঘ্যাগের দালান। ৫০ দশকের একেবারে গোড়ায় লাইব্রেরী উঠে গেলে এই কক্ষেই চালু করা হয় “নিরালা” রেষ্টুরেন্ট। রেষ্টুরেন্টের মালিক ছিলেন পানু নাগ। শহরের বিশিষ্টজনেরাই ছিলেন এই রেষ্টুরেন্টের নিয়মিত কাস্টমার। নিরালায় কেবল চা-ই বিক্রি হতোনা, পাওয়া যেত উৎকৃষ্টমানের সন্দেশ, রসকদম্ব, লেডিকেনি আর নিমকি। সেসময় ছোটদের রেষ্টুরেন্টে বসা বারণ ছিলো। ছিমছাম পরিপাটি পানু নাগ শুধু একজন ব্যবসায়ী ছিলেন না, ছিলেন ভালো ক্রিকেটার এবং ভালো অভিনেতা। দেশ স্বাধীন হওয়ার পরও বেশ কিছুদিন চালু ছিলো রেস্তোরাঁটি। পানু নাগের এই “নিরালা ” থেকেই আজকের আমাদের ঐতিহাসিক “নিরালা মোড়”।