টাঙ্গাইলের প্রত্যন্ত অঞ্চল সখীপুরের তালিম ঘরে ভাষা সৈনিকদের স্বরণে আজ অনুষ্ঠিতহয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প।
সোমবার(২১ ফেব্রুয়ারি) উপজেলার তালিম ঘরে ক্যাম্পস (কিডনি এওয়ারনেস মনিটরিং এন্ড প্রিভেনশন সোসাইটি) এর প্রতিষ্ঠাতা প্রখ্যাত কিডনী বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এ সামাদের ব্যক্তিগত প্রচেষ্টায় ১৮ বছর যাবত ধারাবহিকভাবে ভাষা সৈনিকদের স্বরণে মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠিত হয়ে আসছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন, আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. এখলাসুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ আব্দুল হালিম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পস এর সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হারিসুল হক, সখীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত সিকদার প্রমুখ।
এ বছর প্রায় ৮০ জন বিশেষজ্ঞ ডাক্তার দুই সহস্রাধিক রোগীকে চিকিৎসা প্রদান করেন।