টাঙ্গাইলের প্রাচীন ও ঐতিহাসিক দেলদুয়ার জমিদার বাড়ি জামে মসজিদ।
(টাঙ্গাইলের প্রাচীন ও ঐতিহাসিক মসজিদ -২)
টাঙ্গাইল জেলায় ১২ টি উপজেলার মধ্যে দশম উপজেলা দেলদুয়ার। ১৮৪.৫৪ বর্গ কিলোমিটার আয়তনের এ উপজেলার জনসংখ্যা ২,০৭,২৭৮ জন। উপজেলা সদরের প্রাণকেন্দ্রেই অবস্থিত দেলদুয়ার জমিদার বাড়ি। জমিদার বাড়ি সংলগ্ন এই মসজিদের অবস্থান। জমিদার স্যার আবদুল করিম গজনবীর পূর্বপুরুষগণ এই মসজিদ নির্মাণ করলেও এর পূর্ণাঙ্গতা পায় আবদুল করিম গজনবীর হাতে।
১৮৯৪ খৃঃ স্যার আবদুল করিম গজনবী জমিদারী পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। সেইসাথে সমাজসেবামূলক কাজে আত্মনিয়োগ করেন। এ সময়ই তিনি এই মসজিদের পূর্ণাঙ্গতা দানে সচেষ্ট হন এবং অপূর্ব স্থাপত্যশৈলী, ব্যাতিক্রমী ডিজাইন ও নির্মাণ সামগ্রী দ্বারা মসজিদকে সুশোভিত করেন। আবদুল করিম গজনবী ১৮৭২ খৃঃ ২৫ আগষ্ট টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন এবং ১৯৩৯ খৃঃ ২৪ জুলাই ইন্তেকাল করেন। তিনি ছিলেন একাধারে বৃটিশ ভারতীয় রাজনীতিক, পর্যটক, মন্ত্রী, বেঙ্গল গভর্নরস এক্সিকিউটিভ কাউন্সিল, বেঙ্গল প্রভিন্সিয়াল কাউন্সিল এবং সেন্ট্রাল লেজিসলেটিভ এসেম্বলীর সদস্য। তিনি লন্ডন ইউনিভার্সিটিতে অধ্যয়ন করেন। তিনি ১৯২৮ সালে ” নাইট “, ১৯৩৩ সালে ” নওয়াব বাহাদুর ” খেতাবে ভূষিত হন।ছবিঃ দেলদুয়ার জমিদার বাড়ি জামে মসজিদ
দেলদুয়ার জমিদার বাড়ি জামে মসজিদটি সম্পূর্ণভাবে কড়ি ও শ্বেতপাথরে তৈরী। ২৮ শতাংশ জমির ওপর নির্মিত এই মসজিদ দৈর্ঘ্যে ৫৫ ফুট, প্রস্থে ৪৮ ফুট এবং এর উচ্চতা ২৫ ফুট। মসজিদে ৩০০ মুসুল্লি একত্রে নামাজ আদায় করতে পারে। মসজিদের ভিতরের দেয়ালের কারুকাজ খুবই সুন্দর। দেয়ালের গায়ে রয়েছে শ্বেত পাথরে খোদাই করা পবিত্র কোরআন এর আয়াত। বাইরের দেয়ালেও আঁকা নানারকম নকসা। মসজিদে ৩ টি দরজা থাকলেও কোনো জানালা নেই। বড় ৩ টি গম্বুজ বিশিষ্ট মসজিদের চারপাশে রয়েছে
৪ টি মূল স্তম্ভ। এ ছাড়াও মোট ১৬ টি ছোট স্তম্ভ শীর্ষে এসে গম্বুজের রূপ নিয়েছে। ছাদ হতে গম্বুজের উচ্চতা প্রায় ২৫ ফুট। মসজিদের দেয়ালগুলোও বেশ পুরু। টাঙ্গাইলের প্রাচীন মসজিদগুলোর মধ্যে একটু ব্যাতিক্রম ডিজাইনের এই মসজিদটি যে কারোর মন ভরিয়ে দেবে এর সৌন্দর্যে।
লেখকঃ ইসমাইল হোসেন সেলিম