টাঙ্গাইলের মির্জাপুরের করোনা আক্রান্ত উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু করোনা মুক্ত হলেন
মোঃ মনির হাসান
- প্রকাশ :
রবিবার, ২১ জুন, ২০২০
- ৭১৫
ভিউ
করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের ২১ দিন পর সুস্থ্য হয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। রবিবার (২১ জুন) সকালে তাঁর সুস্থ্যতার তথ্যটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম নিশ্চিত করেন।
জানা যায়, গত ৩১ মে তাঁর নমুনা সংগ্রহ পূর্বক পরদিন রাজধানীর আইপিএইচ ল্যাবে পাঠায় স্বাস্থ্য বিভাগ। পরে ৬ জুন প্রাপ্ত রিপোর্টে তাঁর করোনা পজিটিভ আসে। এরপর থেকেই তিনি তাঁর নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহন করেন।
আক্রান্তের ১৪ দিন পর গত (১৪ই জুন) আবারও তাঁর দেহ থেকে নমুনা সংগ্রহ করেন উপজেলা স্বাস্থ্যকর্মীরা। এতে গত শনিবার প্রাপ্ত ফলাফলে করোনা নেগেটিভ দেখা যায়। উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলেন-
“সকলের ভালোবাসা ও দোয়ার কারণেই আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি সুস্থ্য হতে পেরেছি।”
নিউজটি সোস্যালমিডিয়াতে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো নিউজ