উচ্ছল, চঞ্চল স্রোতস্বিনী, উপচে পরা পানিতে ভরা চির যৌবনা লৌহজং নদী। তার ঘাটে বাঁধা মাস্তুল তোলা রং বেরংগের পাল তোলা বড় বড় মহাজনী নৌকা,বড় বড় পানসী নৌকা ও বজড়া গুলির মাস্তুলের মাথায় পত্পত্ করে উড়তো রং বেরংগের পতাকা।।তার কোনটা বোঝাই পাট। কোনোটা ভরা নারিকেল, কোনটা বোঝাই শস্য।কোনোটা বোঝাই টাঙ্গাইলের তাঁতের শাড়ী।দেশ বিভাগের আগে টাংগাইলের তাঁতের শাড়ীর হাট বসতো কোলকাতায়। আরো কতো কি।টাংগাইল আসার পথে দেখতাম একটু দুরে দুরে মাঝিদের মাঝ ধরার খরা। মাঝিরা একটু পর পর খরা তুলছে তাতে ভর্তি রুপালী মাঝের ঝাঁক লাফাচ্ছে।আগে তো সড়ক পথ যাতায়াতের কোনো ব্যবস্হা ছিলো না। নৌপথেই বেশীর ভাগ ব্যবসা বনিজ্য হতো।এজন্য কোন না নদীকে কেন্দ্র গড়ে উঠতো লোকালয় ব্যবসা বানিজ্য, শহর। ঠিক এই ভাবেই লোহজং নদীকে ঘিরে গড়ে উঠেছিলো টাঙ্গাইল শহর। প্রবাদ আছে”, টম টম চম চম আর তাঁতের শাড়ী, এই তিন নিয়ে টাঙ্গাইলের বাড়ী”। লৌহজং নদীটি হলো যমুনা নদীর একটি শাখা নদী। নদীর তীরে একুলে হাঁকডাক লোকজন,কোন নৌকা কুলে ভিড়তেছে, কোনো নৌকা ছেড়ে যাচ্ছে। টাঙ্গাইল আগে পিতল কাঁসার জিনিষের জন্যও বিখ্যাত ছিলো। এসব জিনিস পত্র নৌপথেই এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া হতো।নদীর শহরের পাশে ছিলো বিশাল পার্ক।পার্কের যে পাশে নদী ছিলো সেই নদীর পাড়ে ছিলো শতবর্ষজিবী বড় বড় গাছ। এই সবগাছ নদীর পাড়কে ছায়া দিয়ে মায়া দিয়ে ঢেকে রাখতো।নদীর অপর পাড়ে ছিলো বিস্তীর্ণ শস্য ক্ষেত।তারপরেই ছিলো ছবির মতো সমৃদ্ধ দিঘুলিয়া গ্রাম।কোনো পন্য বোঝাই নৌকা ঘাট ছেড়ে যাচ্ছে কোনটা আবার প্রয়োজনীয় পণ্যের পসরা নিয়ে কুলে ভিড়ছে। আমরা নৌকার বাইরে এসে এই কর্ম যজ্ঞ মুগ্ধ হয়ে দেখতাম।বাতাসে ছলছল করতো নদীর পানি।পানির ছোট ছোট ঢেউয়ের উপরে সূর্যের কিরন পড়ে সোনার মতো ঝিলিক দিতো।এখনের কেউ ঐ দৃশ্য কল্পনাও করতে পারবেনা।মাঝে মাঝে বিকালে পার্কে আমরা বেড়াতে যেতাম, তখন দেখতাম হঠাৎ কতগুলি রং বেরংগের ছিপ নৌকা, তাতে বিচিত্র রংবেরংগের পোশাক পরা মানুষ তারা ঐ ছিপ্ নৌকা দিয়ে ঢোল বাজিয়ে বৌঠা চালিয়ে তীর বেগে কাগমারীর দিক থেকে এসে অর্থাৎ বাম দিক দিয়ে লৌহ জং নদীতে ঢুকে ডান দিক দিয়ে মূহুর্তেই বেড়িয়ে যেতো এটা ছিলো নৌকা বাইচের প্রতিযোগীতা। কি আনন্দ যে পেতাম সেই নৌকা বাইচ দেখে,। এখন কতো কিছুই না দেখি, এখনের কোনো কিছুর সাথেই সেই আনন্দের তুলনা হয় না। তাই ভাবি কালের গর্ভে আমাদের অতীত ঐতিহ্য হারিয়ে গেছে,।গত বছর দেশে গিয়ে সন্তোষ বেড়াতে গিয়ে দেখলাম আবর্জনা,আগাছায় ভরা লৌহজং নদীর জীর্ন শীর্ন খালের মতো রুপ।