টাঙ্গাইলে ৫০ হাজার টাকা জরিমানা দেয়াসহ উৎপাদন ও বিপনণ কার্যক্রম বন্ধা করেছেন অপ্সরা ড্রিংকিং ওয়াটার (নিউ জমজম)কারখানা । টাঙ্গাইল সদর উপজেলা ঘারিন্দাতে নামসর্বস্ব ট্রেড লাইসেন্সেই অবাধে বিক্রি হচ্ছে অনুমোদনহীন কারখানার ন্যাচারাল ড্রিংকিং ওয়াটার নামের বিশুদ্ধ পানি ।
বিভিন্ন-শিরোনামে প্রকাশিত সংবাদের সত্যতা যাচাইয়ে রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে ভ্রামামাণ আদালত পরিচালনা করেন টাঙ্গাইল সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. খায়রুল ইসলাম। সংবাদের সত্যতা পেয়ে কারাখানার দুই মালিক কামাল পাশা খানকে ২৫ হাজার টাকা ও শহিদুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। পরিচালিত ভ্রামামাণ আদালতে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) এর টাঙ্গাইল ফিল্ড অফিসার সিকান্দার মাহমুদসহ সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তাসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় বাজারজাতের জন্য প্রস্তুতকৃত পানির জার বোতল ধ্বংস করাসহ বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহনকৃত ৩০টি পানির জার বোতল জব্দ করা হয়।
অভিযান প্রসঙ্গে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট মো. খায়রুল ইসলাম বলেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ২০১৮ এর ৩১ ধারার আইন লঙ্ঘন করে পানি উৎপাদন ও বিপনণ করেছে। এ কারণ কারাখানার দুই মালিক কামাল পাশা খান ও শহিদুল ইসলামকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজারা টাকা জরিমানা অথবা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।