আজ শনিবার টাঙ্গাইল জেলায় সারাদিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা এবং মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
পূর্ব দিক থেকে আসা বাতাসের মৃদু গতি ঘন্টায় ১১কিলোমিটার থেকে ২৯ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাবে এবং সেই সাথে দমকা বাতাসের গতি ঘন্টায় ৩৬কিলোমিটার থেকে ৫০কিলোমিটার পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
আজ সারাদিন অঝোর ধারায় বৃষ্টি হবে। কোথাও কোথাও বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলায় হাল্কা মাঝারি ঝড়ের সম্ভাবনাও রয়েছে।
আজকের আবহাওয়া বার্তায় জানানো হয়েছে— রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায়; চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়ার সাথে বিজলী চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।