“বাস্তবায়ন করি অঙ্গীকার, জীববৈচিত্র্য হবে পুনরুদ্ধার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত হয়েছে।
সোমবার (২২ মে) দুপুরে টাঙ্গাইল বন বিভাগের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ও টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর,অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দীন আহমেদ,টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ,জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো. রানা মিয়া,জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ,মধুপুর উপজেলা ভাইস চেয়ারম্যান যষ্টিনা নকরেক সহ প্রমুখ।
অনুষ্ঠানের সহযোগী পার্টনার প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন।