ছবি- জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মোঃ শহিদুল ইসলাম
টাঙ্গাইলের জেলা প্রশাসক হয়ে আসছেন মেহেরপুরের জেলা প্রশাসক !
ছবি- জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মোঃ আতাইল গনি
আজ বৃহস্পতিবার (২৫ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান রাষ্ট্রপতির আদেশক্রমে বদলী প্রজ্ঞাপন জারী করেছেন।
প্রজ্ঞাপন সুত্রে জানা গেছে, মেহেরপুরের বর্তমান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট আতাউল গনিকে টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট পদে পদায়ন করা হয়েছে। একই প্রজ্ঞাপনে টাঙ্গাইলের বর্তমান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট শহীদুল ইসলামকে ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট পদে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে দেশের নয়টি জেলার জেলা প্রশাসক পদে রদবদল করা হয়েছে। উল্লেখ, বিগত ২০১৮ সালের (২৩ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব দেওয়ান মাহবুবুর রহমানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব শহীদুল ইসলাম টাঙ্গাইল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন হন।
ছবি- জনপ্রশাসন মন্ত্রনালয়ের জারীকৃত প্রজ্ঞাপন