টাঙ্গাইলের বাসাইল-টাঙ্গাইল আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় শাপলা বেগম(৪২) নামে এক নারী নিহত হয়েছেন।এঘটনায় দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার( ০২ জুন) সকাল ৯ টার দিকে সদর উপজেলার ভাতকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।করটিয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য উমর ফারুক খান মানিক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শাপলা বেগম সদর উপজেলার ভাতকুড়া গ্রামের শাহিন মিয়ার স্ত্রী।
আহতরা হলেন- নিহত শাপলা বেগমের মেয়ে সাথী আক্তার(২৬) ও সদর উপজেলার ভাতকুড়া গ্রামের মোহুরি মিয়ার স্ত্রী তারাবানু বেগম(৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়,টাঙ্গাইল থেকে ট্রাকটি বাসাইলের দিকে যাচ্ছিল। ট্রাকটি অপর একটি গাড়িকে ওভারটেক করতে গেলে তাদের তিনজনকে ধাক্কা দেয়।ধাক্কা খেলে শাপলা বেগম বিদ্যুৎতের খুঁটির সাথে মাথায় আঘাত পান। এবং ঘটনা স্থলেই তিনি মারা যান।তারা তিনজন সড়কের পাশ দিয়েই হাটছিলেন।গুরুতর আহত অবস্থায় অপর দুইজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান,দুর্ঘটনার বিষয়টি জানতে পেরেছি।ট্রাকের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে।এঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন।লাশ পরিবার কাছে রয়েছে।নিহতের পরিবার অভিযোগ করলে আইনুগত ব্যবস্থা গ্রহন করবো।