টাঙ্গাইলের কালিহাতীর হাতিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকাল ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রাথমিকভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে ধারনা করা হচ্ছে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট থাকায় কোন গাড়ি থেকে নেমে রেল লাইনে এসেছিলেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন মাষ্টার শাহিন জানান, টাঙ্গাইল রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে। তারা এসে মরদেহ নিয়ে যাবে।