আরিফুল ইসলাম, টাঙ্গাইলঃটাঙ্গাইলে প্রতিদিনিই বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা।জেলায় নতুন করে আরও ৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।এনিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৮৩ জনে।
শুক্রবার(১০ জুলাই) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজলোয় ১৪ জন, সখীপুর ৫, মধুপুর ৩, মির্জাপুর ৩ জন, গোপালপুুুর ২, ধনবাড়ি ১ জন, দেলদুয়ার ৩ জন রয়েছে।
টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্র জানায়, ঢাকায় পাঠানো নমুনার ফলাফল আজ সকালে আসে। এতে নতুন করে ৩১ জন করোনায় আক্রান্ত হয়। গত ২৪ ঘণ্টায় আরো ৩ জনের মৃত্যু দেখানো হয়। এ নিয়ে মোট ২০ জনের মৃত্যু হয়। এদিকে করোনায় সুুুস্থ হয় ৪৭৫ জন,বর্তমান চিকিৎসাধীন রয়েছে ৩৮৮ জন।
নাগরপুর উপজেলার এক ব্যক্তি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ জুলাই করোনার উপসর্গ নিয়ে মারা যান।তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। আজ তার করোনা পজেটিভ আসে।
গত ৬ জুলাই করোনার উপসর্গ নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আরেক জন মারা যায়। পরে তার নমুনা সংগ্রহ করা হলে ফলাফলে পজেটিভ আসে। তার বাসা সদর উপজেলার কালিপুর এলাকায়।
অন্যদিকে ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ বকল (৬৮) করোনায় আক্রান্ত হয়ে মারা যান।
বৃহস্পতিবার ভোরে ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
নতুন আক্রাস্তদের মধ্যে সখীপুর পৌর মেয়রের স্ত্রী, ছেলের বউ (চিকিৎসক), তার ৪ বছরের ছেলে (মেয়ের নাতি) আক্রান্ত হয়েছেন। এছাড়াও মেয়রের ড্রাইভার করোনায় আক্রান্ত হন। এর আগে সখীপুর পৌরসভার মেয়র করোনায় আক্রান্ত হয়। তিনি ঢাকায় চিকিৎসাধীন।টাঙ্গাইল জেনারেল হাসপাতালের একজন নার্স এবং ইসলামী ব্যাংক টাঙ্গাইল শাখায় ৪ জন ব্যাংক কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন।
এছাড়াও দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এবং মধুপুর উপজেলায় ইসলামী ব্যাংক শাখার একজন কর্মকর্তা করোনায় আক্রান্ত।
টাঙ্গাইলে ১২ টি উপজেলার করোনায় আক্রান্ত সংখ্যা হলো, টাঙ্গাইল সদর ২০৮, মধুপুর ৫৬, ধনবাড়ী ৩২, গোপালপুর ৪০, ভূঞাপুর ৩৮, ঘাটাইল ৩২, কালিহাতী ৪৬, নাগরপুর ৪১, দেলদুয়ার ৪৭, মির্জাপুর ২৯০, বাসাইল ১৫, সখীপুর ৩৮।জেলায় শনাক্ত সংখ্যা দাঁড়ালো ৮৮৩ জনে।