এদিকে টাঙ্গাইলের মির্জাপুরের ৩ নং পৌর ওয়ার্ডের লকডাউনের সময়সীমা। উক্ত এলাকায় লকডাউনের সময়সীমা (২৫ জুন) পর্যন্ত বলবৎ থাকার কথা থাকলেও এটি আগামি ০২ রা জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক।
উপজেলা প্রশাসন থেকে এ বিষয়ক প্রকাশিত একটি গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি মির্জাপুর পৌরসভার ৩নং ওয়ার্ড এলাকাটিতে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা অস্বাভাবিকভাবে বৃদ্ধি অব্যাহত থাকায় জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় পূর্বের লকডাউনের ধারাবাহিকতা আগামী (০২ জুলাই) পর্যন্ত বলবৎ থাকবে।
এদিকে উপজেলার প্রধান বাণিজ্যিক এলাকা নিয়ে গঠিত এই ৩নং ওয়ার্ড ফের লকডাউনে পড়ার হতাশা প্রকাশ করেছেন অসংখ্য সাধারণ ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে আয় বন্ধ হয়ে গেলেও দোকান ভাড়া দিয়ে যেতে হচ্ছে তাদের। ব্যবসায়ী প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে অনেকেই হিমশিম খাচ্ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক বলেন, লকডাউনকৃত এলাকায় যারা একেবারেই অসহায় তাদের জন্য খাদ্য সহায়তা অব্যাহত আছে, চাইলে এই সহায়তা যে কোন ব্যবসায়ীও নিতে পারে। ব্যবসায়ীদের দোকানভাড়ার ব্যাপারে একটি কেন্দ্রীয় নির্দেশনা আসার আভাসও দেন তিনি।
টাঙ্গাইলে ১২ টি উপজেলায় করোনায় আক্রান্ত সংখ্যা হলো, টাঙ্গাইল সদর ৭৪, মধুপুর ২৯, ধনবাড়ী ২২, গোপালপুর ২৭, ভূঞাপুর ২৯, ঘাটাইল ২১, কালিহাতী ৩৫, নাগরপুর ৩৬, দেলদুয়ার ৩১, মির্জাপুর ১৪৫, বাসাইল ১০, সখীপুর ১৭।জেলায় শনাক্ত সংখ্যা দাঁড়ালো ৪৭৬ জনে।