টাঙ্গাইলে বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন হত্যা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারী) সকালে টাঙ্গাইল প্রেসক্লাব অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় নারী ঐক্য পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মাকসুদা করিম তুলির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিেেলন টাঙ্গাইল পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর।
আলোচনা সভার উদ্বোধন করেন নারী ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মিসেস লুৎফুননেসা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কার্যালয়ের উপপরিচালক কনিকা মল্লিক, অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার হোসেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার ইব্রাহীম মিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অত্র সংগঠণের সদস্য নাসিমা সুলতানা কল্পনা। আলোচনা সভায় শিক্ষক/সাংবাদিক, ছাত্র/ছাত্রী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।