আজ ২১জুন ২০ইং (রবিবার) সকাল ১১টায় বাসাইল উপজেলাধীন বাঐখোলা নামক স্থানে ইন্জিন চালিত ট্রাক্টর (টমটম) চালিয়ে রাস্তার ঢালু বেয়ে উঠার সময় ট্রাক্টর (টমটম) টি উল্টে চালকের উপর পরলে চালক ঘটনাস্থলেই নিহত হন।
ওই এলাকার প্রত্যক্ষদর্শী স্হানীয়দের দেয়া তথ্যমতে, পাশ্ববর্তী দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের বাথুলী গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে- আব্দুল আলিম (৩৯), নিচু রাস্তা থেকে উঁচু রাস্তার ঢালু বেয়ে উপরে উঠতে গিয়ে ট্রাক্টর( টমটম) টি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ড্রাইভার (আলিম) ট্রাক্টর (টমটম)-এর নিচে চাপা পরলে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন তিনি।
সতর্ক থাকুন! সাবধানে পথ চলুন! দূর্ঘটনা এড়িয়ে চলুন! 