তৃতীয় ধাপে দেশের আরও ৬৪টি পৌরসভা নির্বাচন হতে যাচ্ছে আগামী মাসের ৩০ জানুয়ারি।
আগামী ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে টাঙ্গাইলে পাঁচটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
পৌরসভাগুলো হচ্ছে- ১.টাঙ্গাইল সদর, ২.ভূঞাপুর, ৩. সখীপুর, ৪. মধুপুর ও ৫. মির্জাপুর পৌরসভা।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব মো. আলমগীর সোমবার বিকেলে এই তফসিল ঘোষণা করেন।
এ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ৩ জানুয়ারি। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১০ জানুয়ারি।এসব পৌরসভায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।এই ধাপের সবগুলোতেই ব্যালটে ভোট হবে।