টাঙ্গাইলে র্যাব-১২ অভিযান চালিয়ে ৩শ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে গ্রেফতার করেছে। শুক্রবার (২৬ জুন) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল জেলার সদর থানাধীন রাবনা বাইপাস আবুল মুন্সী মার্কেট এর সামনে রাবনা বাইপাস টু টাঙ্গাইল শহর গামী পাকা রাস্তার উপর আম ভর্তি ট্রাক তল্লাশী চালিয়ে ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ১। রনি ইসলাম (২৫), পিতা- আমিরুল, সাং-জয়ডাঙ্গী, থানাঃ রানীশংকৈল, ঠাকুরগাঁও, ২। মামুন (৩০), পিতা- জাহাঙ্গীর আলম, সাং-রগুনাথপুর (দানুয়াপাড়া), থানাঃ পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ৩। আফসার আলী (২৫), পিতা- মৃত-ছোট মোহাম্মদ, সাং-ঘিদ্র গড়গাঁও (হাজিপুর), থানাঃ পীরগঞ্জ, ঠাকুরগাঁও। আম ভর্তি ট্রাক থেকে তিনশ বোতল ফেন্সিডিলসহ ৩টি মোবাইল ফোন, ৮টি সিম কার্ড, ১টি পাচঁ টনের ট্রাক এবং নগদ তিন হাজার টাকাসহ র্যাব অভিযান চালিয়ে উদ্ধার করে।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার মেজর, আবু নাঈম মোঃ তালাত শুক্রবার (২৬ জুন) এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাসে টাঙ্গাইল শহরগামী আমভর্তি একটি ট্রাক তল্লাশী করা হয়। পরে তল্লাশীতে অবৈধ ৩শ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে বলে জানা যায়। আসামীরা তাদের ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে বিভিন্ন এলাকায় মাদক সেবীদের নিকট এবং খুচরা মাদক ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী ফেন্সিডিল সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছে।
কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোঃ তালাত বলেন, “র্যাবের এ ধরনের অবৈধ মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইনশৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা টাঙ্গাইলকে একটি মাদকমুক্ত জেলা হিসাবে গড়ে তুলতে পারবে বলে র্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে।”