ইতিহাসের মহানায়ক সহস্র বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ টাঙ্গাইল জেলা ইউনিট।
শুক্রবার(১৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে কেক কেটে এ অনুষ্ঠান উদযাপন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতির পিতার জীবন ও বর্ণাঢ্য রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা সভায় অংশগ্রহণ করেন বীরমুক্তিযোদ্ধার সন্তানগণ ও অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব বীরমুক্তিযোদ্ধা মনি খন্দকার।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি হাজী মুহাঃ সাজ্জাদুর রহমান খোশনবীশ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশু প্রতিভা বিকাশ সংগঠনের সভাপতি নিপু সিদ্দিকী, টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর আমিনুর রহমান, মাভাবিপ্রবি অফিসার্স সমিতির সভাপতি মজনু ইসলাম, হল্যান্ড আওয়ামীলীগের সমাজকল্যাণ সম্পাদক বিষ্ণু বিশ্বাস, জাগো নিউজ এর সাংবাদিক আরিফুর রহমান টগর, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মিজান, টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি তুহিন সিদ্দিকী, সোহেল সোহরাওয়ার্দী, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদুর রহমান তাপস, অর্থ সম্পাদক শাহ আলম লিটু, মহিলা বিষয়ক সম্পাদক ফেরদৌস আরা ডায়না, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আমিনুর রহমান মিল্টন, প্রচার সম্পাদক বিভাস কৃষ্ণ চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ মামুন মিয়া, সদস্য হাফিজ হাসনাত খান আপেল, প্রতিবাদী হাসমত, শিপন, বাসাইল উপজেলা শাখার আহ্বায়ক শামীমা খান সীমা, টাঙ্গাইল শহর শাখার যুগ্মআহ্বায়ক শিউলি খান সনি, সদস্য তাহমিদসহ বীরমুক্তিযোদ্ধার সন্তান শাকিল ও মুক্তিযোদ্ধা প্রজন্মের প্রতিনিধি নাবিলা আলম, উম্মে রুকাইয়া খান পুস্পিতা প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ টাঙ্গাইল শহর শাখার যুগ্মআহ্বায়ক মোঃ ইমদাদুল হক।