টাঙ্গাইলের কালিহাতিতে ৫ গ্রাম হেরোইন সহ ১ জনকে গ্রেফতার করে র্যাব-১২।
আজ শুক্রবার (১০ ডিসেম্বর ) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর বেতডোবায় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হলো – মোঃ সুলতান মিয়া ছেলে মোঃ আনোয়ার হোসেন হাদু (৩৫)।
এসময় ৫ গ্রাম হেরোইন (যার মূল্য অনুমান ৫০ হাজার টাকা), ১টি মোবাইল, ১টি সিমকার্ড এবং নগদ ১ হাজার ৩০ টাকা সহ হাতেনাতে গ্রেফতার করে।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার এএসপি মোঃ কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলাসহ আশপাশ এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী হেরোইন সরবরাহ করে আসছে।
আসামীর বিরুদ্ধের কালিহাতী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ৮(খ) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।