টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় মুক্তিপনের টাকা এবং অপহৃত শিশুসহ অপহরনকারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর সদর থানা পুলিশের সহযোগিতায় দিগপাইত ছোনটিয়া মাতাব্বরপাড়া এলাকায় অভিযান চালিয়ে গোপালপুর থানা পুলিশ তাকে আটক করে।
উদ্ধারকৃত শিশু গোপালপুর গ্রামের মোঃ আলআমীনের ছেলে মোঃ মাসুদ(৯)।
আটককৃত অপহরনকারী মোঃ আলিফ (২০)একই উপজেলার ছাতারকান্দি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। আটকৃত আলিফকে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করলে সে নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আক্তারুজ্জামান সোহাগ জানান, ২রা সেপ্টেম্বর সকালে মাসুদ (৯) সকালে স্থানীয় তাহিফজুল কোরআন মাদ্রাসায় পড়তে যায়। প্রতিদিনের মতন বিকেল চারটায় মাদ্রাসা ছুটি হলে সে বাড়ি না ফেরায় স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খোঁজ করেন এবং পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।এ ঘটনায় পরদিন ৩ সেপ্টেম্বর অপহৃতের পিতা আলআমীন বাদি হয়ে গোপালপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। রাতেই বাড়ির মোবাইলে অজ্ঞাত নাম্বার থেকে কল করে ২লক্ষ ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে অপহরনকারী। । বিষয়টি গোপালপুর থানা পুলিশকে জানালে জামালপুর সদর থানা পুলিশের সহযোগিতায় একাধিক অভিযান পরিচালনা করা হয়। শেষে শুক্রবার বিকেলে জামালপুর দিগপাইত ছোনটিয়া মাতাব্বরপাড়া এলাকা থেকে আলিফকে আটক করা হয়।
তদন্তকারী কর্মকর্তা আরো জানান,এ ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে।