টাঙ্গাইল ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ১৯ মাস বয়সী এক শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
ওই শিশু আক্রান্ত হওয়ায় হাসপাতালের অনূর্ধ্ব পাঁচ বছর বয়সী শিশুদের ওয়ার্ড রোববার(০৫ জুলাই) লকডাউন করা হয়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম জানান, বাসাইল উপজেলার সুন্না গ্রাম থেকে ঠান্ডা জ্বরে আক্রান্ত ১৯ মাস বয়সী এক শিশুকে ২ জুলাই হাসপাতালের অনূর্ধ্ব পাঁচ বছর বয়সী শিশুদের ওয়ার্ডে ভর্তি করা হয়। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। রোববার(০৫ জুলাই) সকালে শিশুটির করোনাভাইরাস শনাক্ত হয়।
শফিকুল ইসলাম জানান, শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পরে ওই ওয়ার্ডে চিকিৎসাধীন অন্য শিশুদের ছাড়পত্র দিয়ে ওয়ার্ডটি লকডাউন ঘোষণা করা হয়েছে। টাঙ্গাইলে রোববার (৫ জুলাই) পর্যন্ত ৭৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে এই প্রথম কোনো শিশু করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হলো। মোট আক্রান্তদের মধ্যে ৩২৯ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ১৪ জন।
