গোপন সংবাদের ভিত্তিতে ডিবি (উত্তর) টাঙ্গাইল, বিশেষ অভিযান চলিয়ে ৪০০ পিস ইয়াবা উদ্ধারসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।
জেলা গোয়েন্দা শাখা ডিবি (উত্তর), টাঙ্গাইল এর অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন এর নের্তৃত্বে এসআই- মোঃ ছবেদ আলী সঙ্গীয় এসআই- মোঃ রাইজ উদ্দিন, এএসআই- মামুনুর রশিদ, কং-১২৭৫ মোঃ ফরিদুজ্জামান, কং-১২৬৫, মোঃ এমদাদুল হক দের মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে টাঙ্গাইল সদর থানাধীন আশেকপুর বাইপাস এলাকা হইতে ৪০০ পিস ইয়াবা (যাহার আনুমানিকমূল্য-১,২০,০০০/- টাকা) উদ্ধারসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গ্রেফতারকৃত দের নাম ও ঠিকানা এখনো জানা যায়নি।