টাঙ্গাইলে ৪৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২।
মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় জেলার মির্জাপুর উপজেলার রনার চালা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আজিম উদ্দিন (৩৮) শেরপুরের সোনাকান্দা গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে।
টাঙ্গাইল র্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী (সিপিসি-৩) এর কোম্পানী কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মো. রওশন আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় রানার চালা গ্রামের স্কয়ার ফার্মাসিটিক্যাল প্রিন্টিং প্যাকেজিং ইউনিটের সামনে থেকে আজিমকে আটক করা হয়।
তার কাছ থেকে ৪৫০ পিস ইয়াবা, ১টি মোবাইল, ২টি সিম কার্ড জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় মাদক সেবীদের কাছে পাইকারী ও খুচরা মাদকদ্রব্য বিক্রির কথা স্বীকার করেছে। এই ব্যাপারে মির্জাপুর থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।