প্রকৃতি ও জীবন ক্লাবের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও টাঙ্গাইল প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি নিয়ে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
রোববার দুপুরে টাঙ্গাইল প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন স্কুলের অধ্যক্ষ শাহানা বেগম। টাঙ্গাইল প্রকৃতি ক্লাবের সভাপতি অধ্যাপক তরুণ ইউসুফের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল প্রকৃতি ও জীবন ক্লাবের প্রধান উপদেষ্টা হারুন অর রশিদ, প্রকৃতি ক্লাবের উপদেষ্টা প্রকৌশলী ওয়াহেদুজ্জামান শিশির, টাঙ্গাইল জেলা বাস-কোচ মালিক সমিতির সাবেক সভাপতি আতিকুজ্জামান টুটুল, মীর নুরুল আমিন পিটু, টাঙ্গাইল প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সম্পাদক অরণ্য ইমতিয়াজ, ফারিয়া আক্তার এবং ক্লাবের জেলা সমন্বয়ক মুসলিম উদ্দিন আহমেদ।
আগামী তিন মাসে জেলা প্রতিটি এলাকাকে বৃক্ষরোপন কর্মসূচি আনার পরিকল্পনা গ্রহণ করে স্থানীয় প্রকৃতি ও জীবন ক্লাব। মঙ্গলবার টাঙ্গাইল প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের মাঝে এক হাজার ফলদ, বনজ ও ওষুধি গাছ বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করবেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম।