মহান মুক্তিযুদ্ধের সূতিকাগার ও বর্ণাঢ্য রাজনীতিকদের জন্মস্থান টাঙ্গাইলের কালিহাতী উপজেলা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩৩ টাঙ্গাইল-৪ কালিহাতী আসনটিতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম। স্বতন্ত্র প্রার্থী হয়ে ট্রাক প্রতীকে লড়ছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলী বহিষ্কৃত সাবেক সদস্য আবদুল লতিফ সিদ্দিকী। প্রধানমন্ত্রীর ছেলে জয়, হজ ও তাবলীগ নিয়ে বিতর্কিত মন্তব্যে লতিফ সিদ্দিকীর বহিষ্কারের পর গত নির্বাচনে আওয়ামী লীগের হাছান ইমামের সাথে প্রতিদ্ব›দ্বীতা সময় হামলার শিকার হয়ে নির্বাচন থেকে সরেও যান তিনি। স্বতন্ত্র প্রার্থী হয়ে ঈগল প্রতীকে প্রথমবারের মতো লড়ছেন স্বাধীনতার ইশতেহার পাঠক ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান প্রয়াত শাজাহান সিরাজের মেয়ে সারওয়াত সিরাজ।
আসনটিতে ৩লাখ ৫৪হাজার পাঁচশত ছাপান্ন জন মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১লাখ ৭৫হাজার আটশত বিরানব্বই, মহিলা ভোটার ১লাখ ৭৫হাজার ছয়শত বাষট্রি ও তৃতীয় লিঙ্গের ভোটার দুজন।
আওয়ামী লীগের মোজহারুল দলটির উপজেলা শাখার দীর্ঘদিনের সভাপতি হওয়ায় দলীয় ও ব্যক্তিগত ভোট ব্যাংক রয়েছে তাঁর। সহজলভ্য জনপ্রতিনিধি, নিরহংকারী, ধর্মভীরু, কর্মী বান্ধব ও পরিচ্ছন্ন রাজনীতিক হিসেবে তাঁর পরিচিতি পুরো উপজেলা জুড়ে। অপর দুই মনোনয়ন প্রত্যাশী সাংসদ হাছান ইমাম ও আবু নাসের মোজহারুলকে সমর্থন দিয়ে সকল অনুসারীদের তাঁর পক্ষে প্রচারণায়ও নামিয়েছেন। স্বতন্ত্র প্রার্থী লতিফ সিদ্দিকীরও বেশ জনসমর্থন ও জনপ্রিয়তা রয়েছে। বিগত পাঁচ বছরের নানা ঘটনায় বর্তমান সাংসদের বিরোধীদের ভিড় বেশি লতিফ সিদ্দিকী শিবিরে। কেউ কেউ মনে করছেন নির্দলীয় কিছু ভোটও পেতে পারেন তিনি, আবার অনেকে মনে করছেন প্রধানমন্ত্রীর ছেলে জয় ও ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে দলীয় ও সাধারণ ভোটেও ভাটা পড়তে পারে। নির্দলীয় ও বাবার অনুসারীদেরসহ নারীদের ভোট নিজের পক্ষে নিতে পারবেন বলে মনে করছেন স্বতন্ত্র সারওয়াত সিরাজের সমর্থকেরা। বিএনপি-জামায়াতের ভোটাররা তাঁর পক্ষে রায় দিতে পারেন বলেও মনে করছেন তারা। কঠোরভাবে ভিন্নমত পোষণ করে বিএনপি নেতারা বলছেন ডামি নির্বাচনে যদি প্রতিদ্ব›দ্বীতা না করতেন তাহলে দল হয়তো তাঁকে নিয়ে আগামীর জন্য ভাবতো। নেতা-কর্মীরাতো দূরের কথা সাধারণ মানুষ অংশ নিবেনা এ ডামি নির্বাচনে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আবুল মুনছুর মনে করছেন, সহজলভ্য জনপ্রতিনিধি, নিরহংকারী, ধর্মভীরু, কর্মী বান্ধব ও পরিচ্ছন্ন রাজনীতিক হিসেবে পরিচিতি রয়েছে মোজহারুল ইসলামের। দলীয় ও ব্যক্তিগত ভোট ব্যাংক রয়েছে তাঁর। সাধারণ মানুষেরা বিষয়টি মূল্যায়ণ করলে ব্যাপক জনরায় তাঁর দিকে চলে যেতেও পারে। আবদুল লতিফ সিদ্দিকী বিজ্ঞ রাজনীতিক। আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হোন মূলত দলীয় প্রধানের ছেলে সম্পর্কে নেতিবাচক মন্তব্যের কারণে। দলটির নেতা-কর্মীরা বিষয়টি বুঝতে পারলে এবং হজ¦ ও তাবলীগ সম্পর্কে মন্তব্যের বিষয়টি সাধারণ মুসলমানেরা ভুলে না যাওয়ায় নির্বাচনী বৈতরণী পার হতে থাকে তাঁকে বেগ পেতে হতে পারে। বিভিন্ন নির্বাচনী সভায়ও তাঁর বক্তব্যে অহংকারের সুস্পষ্ট প্রকাশ রয়েছে, এটিও ভাবনার বিষয়। সারওয়াত বাবা শাজাহান সিরাজের অনুসারীদের ওপর নির্ভর করলেও তাঁদের মধ্যে হাতেগোনা যারা বেঁচে আছেন তাঁরা বিএনপির সঙ্গে জড়িত থাকায় সারওয়াতকে সমর্থন করতে পারছেন না। তবে তরুণ ও নারী হওয়ায় তাঁর প্রতি তরুণ ও নারী ভোটারদের সাড়া লক্ষ্য করা যাচ্ছে।
উল্লেখ্য, বাকি প্রার্থীদের মধ্যে প্রচারণায় আছেন জাতীয় পার্টির লিয়াকত আলী, জাসদের (ইনু) এসএম আবু মোস্তফা, তৃনমূল বিএনপির শহিদুল ইসলাম ও জাকের পার্টির মোন্তাজ আলী। কোনও রকম প্রচারণায় নেই জেপির (মঞ্জু) সাদেক সিদ্দিকী ও সুপ্রীম পার্টির শুকুর মাহমুদ।