দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩৩ টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে স্বতন্ত্র প্রার্থী মুরাদ সিদ্দিকী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আজ রোববার দুপুরে টাঙ্গাইলের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. কায়ছারুল ইসলাম বিষয়টি আমাদের টাঙ্গাইল টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, প্রতিনিধির মাধ্যমে গত শনিবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী মুরাদ সিদ্দিকীর স্বাক্ষরিত প্রার্থীতা প্রত্যাহারের একটি আবেদন রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দেন।
এ বিষয়ে মুঠোফোনে মুরাদ সিদ্দিকীর সাথে যোগাযোগ করা হলে তিনি শারীরিকভাবে একটু অসুস্থ বলে সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।
টাঙ্গাইলের প্রভাবশালী সাবেক ছাত্রনেতা মুরাদ সিদ্দিকী আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর ছোট ভাই। বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩৪ টাঙ্গাইল-৫ সদর আসনে প্রতিদ্বন্ধিতার সময় বড়ভাইদের সহযোগীতা না পেয়ে এ নির্বাচনে টাঙ্গাইল-৫ সদর আসনসহ তিনি আবদুল লতিফ সিদ্দিকীর টাঙ্গাইল-৪ কালিহাতী আসনেও আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হোন।