টাঙ্গাইলের দেলদুয়ারে বিএনপি জামায়াতের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নি সন্ত্রাস ও মানুষ হত্যার প্রতিবাদে দেলদুয়ার উপজেলা আ’লীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে সম্মানিত অতিথির বক্তব্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগের এমপি মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সদস্য, টাঙ্গাইল জেলা আ’লীগের সহ-সভাপতি তারেক শামস্ খান হিমু বিএনপি জামায়াতের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নি সন্ত্রাস ও মানুষ হত্যার প্রতিবাদের পাশাপাশি
টাঙ্গাইল-৬ আসনে থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের কটাক্ষ করায় স্থানীয় এমপি’র প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন-
সরকারে থাকা অবস্থায় রাজনীতি করতে আসলে, কাজ করতে আসলে দলীয় সংসদ সদস্য মনে করতে পারে আমরা তার প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছি। এটা একটা সমস্যা। এজন্য সরকারি দলে থাকা অবস্থায় রাজনীতি করে, কাজ করে কোন মজা পাওয়া যায় না (এই কথাটা কেবল বুঝানোর)।
নেত্রী বলেছেন দলীয় এমপির বিরুদ্ধে কথা বলা যাবে না। নেত্রী অনেক দূরদর্শী চিন্তাভাবনা করেই এই কথা বলেছেন। নেত্রীর নির্দেশ মানতেই হবে, আমাদের কিছুই করার নাই কিন্তু আমরা যখন নেত্রীর নির্দেশ মেনে চলছিলাম তখনই আমাদের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু সাহেব দেলদুয়ার সদর ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভার সভা মঞ্চে এক পাশে বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধাভাজন দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফজলু ভাই, আরেক পাশে মল্লিক ভাইকে নিয়ে যারা মনোনয়ন প্রত্যাশায় আছেন তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য ও কটাক্ষ করা শুরু করলেন। উনি এমনও কথা বলা শুরু করলেন যে “ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার”। আমি এমপি সাহেবকে বলতে চাই ঢাল তলোয়ার কারা? ঢাল হলো সাধারণ জনগণ, আর তলোয়ার হলো দলের নেতাকর্মীরা। আপনি আজকে এসে দেখে যান যে, এই মঞ্চে জনগণ কত আছে, আর নেতাকর্মী কত আছে। তার মানে নিধিরাম সর্দার তো আপনি নিজেই। ঢাল নাই আপনার, তলোয়ারও নাই আপনার । এখনো সময় আছে আপনি যেহেতু সংসদ সদস্য অভিভাবক আপনি সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করুন।
এ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-
বাংলাদেশ কৃষক লীগের সাবেক সহ-সভাপতি কাজী আনিসুর রহমান বুলবুল, বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ও বঙ্গবন্ধু স্যাটেলাইট লিমিটেড (২) এর পরিচালক ব্যারিস্টার রেজা-ই রাকিব, দেলদুয়ার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব লায়ন এম শিবলী সাদিক, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য মঈন সিদ্দিকী, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মোর্শেদ প্রমুখ।