প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৮, ২০২৪, ৬:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২০, ৬:২২ এ.এম
ডেন্টাল সার্জনদের প্রাইভেট প্র্যাকটিস ও চেম্বার পরিচালনার জন্য লাইসেন্স এর প্রয়োজন নাই
ডেন্টাল সার্জনদের প্রাইভেট প্র্যাকটিস ও চেম্বার পরিচালনার জন্য লাইসেন্স এর প্রয়োজন নাই । গত আড়াই মাস যাবত ডেন্টাল সার্জনদের প্রাইভেট প্র্যাকটিস নিয়ে লাইসেন্সজনিত কিছু নতুন নিয়ম চালু করা হয় যা নিয়ে অনেকের হয়রানি হয়। এ নিয়ে গত ১৩ সেপ্টেম্বর ২০২০ তারিখে স্বাস্থ্য অধিদপ্তর এর অফিস (কক্ষ নং-৫০৪) এ পরিচালকদের (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ০৯ সদস্যের কমিটি এই সিদ্ধান্তে উপনীত হয় যে, “ডেন্টাল সার্জনদের প্রাইভেট প্র্যাকটিস ও চেম্বার পরিচালনার জন্য লাইসেন্স এর প্রয়োজন নাই”।
এ বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (ডেন্টাল) এর পক্ষ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখে একটি লিখিত নোটিশ প্রদান করা হয়। সেখানে উল্লেখ করা হয়, বিএমডিসি এ্যাক্ট- ২০১০ অনুযায়ী মেডিকেল গ্রাজুয়েটদের ন্যায়, বিডিএস ডিগ্রীধারী ডেন্টাল সার্জনগন বিএমডিসি এর রেজিষ্ট্রেশন সনদ গ্রহনপূর্বক দেশের যে কোনো স্থানে প্রাইভেট প্র্যাকটিস পরিচালনা করতে পারবেন। নোটিশে আরও বলা হয়, অনঃবিভাগে শয্যা স্থাপন পূর্বক ডেন্টাল হাসপাতাল বা ক্লিনিক স্থাপন করে বা করতে চায় সেক্ষেত্রে The medical practice and private clinics and Laboratories (regulations) ordinance ১৯৮২ ও সূত্রস্থ পরিপত্র অনুযায়ী ডিজিএসএইচ এর লাইসেন্স প্রযোজ্য হবে।
সূত্রঃ প্ল্যাটফর্ম নিউজ
এস/এস
উপদেষ্টা সম্পাদকঃ ডা. মাহমুদুল হাসান, প্রধান সম্পাদকঃ মুসলিম উদ্দিন আহমেদ, সম্পাদকঃ হাবিবুল্লাহ শেফুল
Copyright © 2022 amadertangail24.com All rights reserved.