বুধবার ৬ মার্চ ভোর থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের উত্তরবঙ্গমুখী লেনে ১৭ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সাথে সাথে সকাল দশটার পরপর ধীরগতিতে যান চলাচল শুরু হয়ে এগারোটায় যান চলাচল স্বাভাবিক হয়। ছয় ঘন্টার যানজটে চরম ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। মহাসড়কের বঙ্গবন্ধুসেতুর পূর্বপ্রান্ত থেকে কালিহাতী উপজেলার শেষ সীমানা টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর পর্যন্ত ১৭ কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে।
সকাল ৯টায় সরেজমিনে দেখা যায়, মহাসড়কের এলেঙ্গা হতে বঙ্গবন্ধুসেতু পূর্ব টোলপ্লাজা পর্যন্ত ১৪ কিলোমিটার দুই লেনেই পরিবহনের চাপ ছিলো। তবে এলেঙ্গা হতে ঢাকাগামী লেনে তেমন পরিবহন ছিলো না। যানজটের কারণে উত্তরবঙ্গগামী পরিবহনগুলো এলেঙ্গা হতে ভুঞাপুর-তারাকান্দি-বঙ্গবন্ধুসেতু পূর্ব আঞ্চলিক সড়ক ব্যবহার করে বঙ্গবন্ধুসেতু গোলচত্বর হয়ে চলাচল করেছে।
বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর আশরাফ জানান, চারলেন প্রকল্পের কাজের কারণে উত্তরবঙ্গলেন এমনিতেই অপ্রশস্ত হয়ে পড়েছে। রাজশাহী বিশ^বিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের অতিরিক্ত পরিবহনের চাপের মধ্যে ভোর সাড়ে চারটায় আনালিয়াবাড়িতে একটি ট্রাকের পিছন অপর আরেকটি ট্রাকের ধাক্কা লাগে। এর পরপরই সাড়ে পাঁচটায় চরভাবলাতে একটি বাস বিকল হয়ে যায়। এতিনটি যানবাহন সরাতে সরাতে যানজট লেগে যায়। উত্তরবঙ্গগামী যানবাহনগুলো পুরো মহাসড়ক দিয়ে এগিয়ে যেতে লাগলে যানজট আরও প্রকট হয়। যানজট নিরসনে বঙ্গবন্ধুসেতু পূর্ব থানা, হাইওয়ে ও জেলা পুলিশের সদস্যরা কাজ করেছে। সকাল এগারোটায় যান চলাচল স্বাভাবিক হয়।