“তুমি মিশে আছো অনুভবে”
নুসরাত আফরোজ
তুমি বলেছিলে,
তোমার ভালোবাসা বুঝার মতো বয়স আমার হয়নি।
বোকা ভালোবাসা,
ভালোবাসা বুঝতে কি বয়স লাগে?
এই যে এখন তোমাকে দেখতে ইচ্ছে করলেও দেখতে পারি না,
স্পর্শ করতে ইচ্ছে করলেও স্পর্শ করতে পারি না।
তাই বলে কি এখন আর তোমাকে ভালোবাসি না?
কে বলেছে ভালোবাসলেই তাকে পেতে হবে
কে বলেছে ভালোবাসলেই তাকে স্পর্শ করতে হবে।
ঈশ্বর কে ভালোবাসতে তো স্পর্শ করতে হয় না
তাকে চোখে দেখার ও প্রয়োজন পরে না।
তার প্রতি ভালোবাসার তো কোন কৃপণতা নেই।
ঈশ্বর কে যেমন না দেখেই স্পর্শ না করেই অনুভব করি বিশ্বাস করি তার উপস্থিতি।
তোমার প্রতি আমার ভালোবাসা টাও তেমন
বুঝতে পারি অনুভব করতে পারি
কিন্তু তোমাকে না আছে চাইবার অধিকার।
তোমাকে আমার আকৃষ্ট করার কোন কারণ-ই নেই।
হয়তো আমার ভালোবাসা প্রকাশে ছিলো না কোন রং চং মিশানো ঠুনকো আবেগ।
ছিলো না কোন উপন্যাস,কবিতার কাব্যিক প্রকাশ
তবুও তোমার ভালোবাসতে সিক্ত বারবার।