দেলদুয়ারের ডুবাইলে ভিক্ষাবৃত্তি সম্বল ও প্রতিবন্ধী পরিবারের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু!
চীপ রিপোর্টার
-
প্রকাশ :
শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
-
৯৪৮
ভিউ
১৭জুলাই (শুক্রবার) দেলদুয়ার উপজেলার ডুবাইল গ্রামের মোঃ হাবেল মিয়ার ছেলে- মোঃ রাছেল মিয়া (৭) পানিতে ডুবে মৃত্যু হয়েছে। প্রতিবেশী ও পারিবারিক সূত্রে জানা যায়, রাছেলের পরিরারের সবাই ভিক্ষাবৃত্তি করে নিজেদের অন্ন-বস্ত্রের যোগান দিয়ে থাকেন। তাই প্রতিদিনের মত ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে তার মা-বাবা সকাল ৭টায় রাছেলকে বাড়িতে রেখে বের হওয়ার পর সকাল ৮টায় বাড়ির আঙ্গিনার পাশ্ববর্তী পুকুরে রাছেলের ভাসমান লাশ দেখতে পেয়ে প্রতিবেশীরা লাশটি উদ্ধার করে।
স্হানীয় প্রতিবেশী ও এলাকাবাসী সুত্রে আরও জানা যায়,রাছেল সহ তার বাবা-মা শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এবং রাছেল মৃগী রোগে আক্রান্ত ছিলো। ধারনা করা হচ্ছে পুকুরের আশেপাশে খেলাধুলা করার সময় রাছেলের শারীরিক ভাবে মৃগী ক্রিয়ার উৎপত্তি হলে লোকচক্ষুর আড়ালে পুকুরে পরে যায় এবং পানিতে ডুবে তার মৃত্যু হয়।
স্হানীয় প্রতিবেশী (অবঃপ্রাপ্ত) ক্যাপ্টেন জিন্নত আলী ভূইয়া জানান, “রাছেলের পরিবার এক সময় প্রভাবশালী ও সম্পদশালী ছিলো কিন্তু কালের বিবর্তনে তারা আজ দারিদ্রতার চরম সীমায়, এই পরিবার এখন ভূমিহীন! ভিক্ষাবৃত্তিই এখন তাদের অবলম্বন! স্হানীয় মরহুম আমিনুর ভূইয়ার বাড়িতে তারা আশ্রিত, জরাজীর্ণ ভাঙ্গা ঘরে তাদের বসবাস।”
স্থানীয় জনপ্রতিনিধিদের নিকট এলাকাবাসীর জোরদাবী এই পরিবারকে জমি এবং ঘর দিয়ে যেন সহযোগীতা করা হয়।
স্হানীয় ডুবাইল ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ কামরুল মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি জানান, এই পরিবারের জন্য ইতিপূর্বে ঘর এবং জমির জন্য সুপারিশ করা হয়েছে।
নিউজটি সোস্যালমিডিয়াতে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো নিউজ